মুম্বই : করোনা মহামারীর কারণে প্রথমে লকডাউন এবং পরে আনলক পর্বে দেশে বার বার ত্রাতায় ভূমিকায় পাওয়া গিয়েছে অভিনেতা সোনু সুদকে। আরও একবার তেমনটা ঘটল। তেলেঙ্গানার সিরিসিল্লা রাজন্যা জেলার এক শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নিলেন অভিনেতা।
সম্প্রতি অদ্বৈথ শৌর্য নামে মাস চারেকের এক শিশুর হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছিল । একমাত্র ছেলেকে নিয়ে স্বভাবতই মারাত্মক চিন্তায় পড়েন বাবা-মা রজিতা ও পন্ডিপল্লি বাবু । ডাক্তাররা শিশুটিকে পরীক্ষা করে বলেন, হার্টের অস্ত্রোপচার করতে কম করে ৭ লক্ষ টাকা লাগবে। বাচ্চাটির বাবা একটি ক্যুরিয়ার কোম্পানিতে চাকরি করেন। শিশুর খরচ বহন করার ক্ষমতা তাঁর নেই, সে কারণে কোনও ভাবেই সার্জারি করাতে পারছিলেন না তিনি। শিশুকে বাঁচানোর আশা এক রকম ছেড়েই দিতে বসেছিলেন।
হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ওই ব্যক্তি শিশুটিকে ভর্তি করেন। শেষ আশা হিসেবে পন্ডিপল্লিবাবুর এক বন্ধু সোনু সুদের সঙ্গে যোগাযোগ করেন। ট্যুইটারের মাধ্যমে শিশুটির সার্জারির জন্য সাহায্য চান তাঁরা। তার পরেই সোনু সুদ উত্তর দেন বাবাকে এবং আশ্বাস দেন গোটা সার্জারির খরচা তিনি নিজে বহন করবেন। এর পাশাপাশি তাঁদেরকে সোনু জানান শিশুটিকে হায়দরাবাদের ইনোভা হাসপাতালে ভর্তি করার জন্য। বৃহস্পতিবার সেখানকার ডাক্তার কোনা সাম্বা মূর্তি বাচ্চাটির সার্জারি করেন।গ্রামের বাসিন্দারাও প্রায় ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন। শিশুটির পরিবার সোনু সুদকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।