মুম্বই  : করোনা আবহে, লকডাউনের মধ্যে জনসেবামূলক কাজের জন্য আলাদা করে যাঁকে চোখে পড়ছে তিনি সোনু সুদ। বলিউডে অভিনয়ের জন্য যত প্রশংসা পেয়েছেন তার চেয়েও সাম্প্রতিক সময়ে মানুষের জন্য ভালো কাজ করে পেয়েছেন অনেক বেশি প্রশংসা। কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন, কখনও বেকারদের চাকরির জন্য চেষ্টা করেছেন, কখনও আর্থিক অসুবিধায় থাকা প্রবীণ অভিনেতার পাশে থেকেছেন, কখনও কৃষককে ট্রাক্টর কিনে দিয়েছেন, এমন আরও কত কী! আর এবার তিনি লাঠি খেলায় পারদর্শী এক বৃদ্ধার জন্য খুলে দিলেন মার্শাল আর্টের স্কুল।

প্রসঙ্গত কিছুদিন আগে এক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে, পেটের দায়ে এক বৃদ্ধা রাস্তায় লাঠি নিয়ে কসরৎ দেখাচ্ছেন ৷তাঁকে দেখে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন সোনু সুদ ৷ সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ৷ গণেশ চতুর্থীতে সোনু সুদ তাঁর জন্য একটি মার্শাল আর্টের স্কুল খুলেছেন, সেই ভিডিও-ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷সোনু এই স্কুল খুলেছেন যাতে এর মাধ্যমে এলাকার বিভিন্ন মহিলা ও যুবকরা আত্মরক্ষার পাঠ নিতে পারেন ৷ সোনু সুদকে ধন্যবাদ জানিয়ে স্কুলের নাম রাখা হয়েছে সোনু সুদ মার্শাল আর্ট স্কুল ৷ সোনু কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি এই স্কুলে তিনি আসবেন ৷ একটি ভিডিওতে দেখা যায়, ছোট ছোট ছেলেমেয়েরা ও প্রাপ্ত বয়স্ক মহিলারা তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছে।



এর আগে সান্তা পাওয়ার জানিয়েছিলেন, ৮ বছর বয়স থেকে তিনি লাঠি খেলা শিখছেন। তাঁর বাবা তাঁকে প্রেরণা দিয়েছিলেন। লকডাউনের মধ্যে রোজগার করার জন্য তিনি রাস্তায় রাস্তায় লাঠিখেলা দেখান। যেহেতু সবাই এখন ঘরবন্দী। তাই খেলা শুরু করার আগে তিনি বাসন বাজিয়ে সবাইকে ডেকে তারপর খেলা দেখা শুরু করেন।