মুম্বই: পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশংসিত হচ্ছেন। বলিউড তারকাদের মধ্যে এখন তিনিই সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব।

পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার জন্য এবার ফোন নম্বরও দিলেন সোনু। তাঁর ট্যুইট, ‘নমস্কার, আমি আপনাদের বন্ধু সোনু সুদ বলছি। আমার প্রিয় শ্রমিক ভাই-বোন, আপনারা যদি মুম্বইয়ে থাকেন এবং বাড়ি ফিরতে চান, তাহলে দয়া করে ১৮০০১২১৩৭১১ নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ও ঠিকানা লিখে পাঠান। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯৩২১৪৭২১১৮। আপনারা কতজন আছেন, এখন কোথায় আছেন এবং কোথায় যেতে চান, সেটাও জানান। আমার দল আপনাদের যতটা সাহায্য করতে পারবে সেটা করবে। আমাদের দলের সদস্যরা দ্রুত আপনাদের সঙ্গে যোগাযোগ করবে।’

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলমন্ত্রক। তবে অনেকেই সেই ট্রেনে জায়গা না পেয়ে হেঁটে, সাইকেল নিয়ে বা সাইকেল রিকশা চালিয়ে বাড়ি ফিরছেন। আর যাঁরা কোনও উপায়ই খুঁজে পাচ্ছেন না, তাঁরা সোনুর দ্বারস্থ হচ্ছেন। সোনুও তাঁদের যথাসম্ভব সাহায্য করছেন। তিনি শুধু বড়পর্দাই না, বাস্তবেও নায়কে পরিণত হয়েছেন।