তিনি বলিউড তারকা সোনু সুদ। করোনা আবহে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে নজিরবিহীনভাবে দাঁড়িয়েছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে কর্মহীনদের কাজ, শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, সব কিছুতেই অগ্রগণ্য 'দবং'-এর খলনায়ক 'ছেদী সিং'। এখনও স্বাভাবিক হয়নি কোভিড পরিস্থিতি। করোনা আক্রান্ত নয়, এমন রোগীরা চিকিৎসা করাতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এবার সেই সমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। এবিপি আনন্দ-র সঙ্গে সরাসরি ভাগ করে নিলেন তাঁর নতুন এই উদ্যোগের কথা।
সম্প্রতি দেশের সমস্ত চিকিৎসক ও সাধারণ মানুষের কাছে একটি আবেদন করেছেন সোনু। ঠিক কী পদক্ষেপ নিয়েছেন তিনি? মুম্বই থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে সোনু বললেন, 'কোভিড পরিস্থিতিতে অনেক মানুষের চিকিৎসা আটকে যাচ্ছে। অনেক মানুষ জানাচ্ছেন যে, তাঁরা হাসপাতালে ভর্তি হতে, চিকিৎসা করাতে পারছেন না। এদের মধ্যে অনেক এমন মানুষ রয়েছেন যাঁরা এক বছরের বেশি সময় ধরে শয্য়াশায়ী। আমার মনে হয়েছিল এত অসুস্থ মানুষ রয়েছেন অথচ তাঁদের যত্ন নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এটা তখনই সম্ভব যখন চিকিৎসক, প্যারা মেডিক্যাল স্টাফরা এগিয়ে আসবেন। কেবল চিকিৎসকরা নন, সাধারণ মানুষরাও যদি তাঁদের সাধ্যমতো অন্তত একজন অসুস্থের ওষুধ বা চিকিৎসার দায়িত্ব নিতে পারেন তবেই পরিস্থিতির উন্নতি হওয়া সম্ভব।'
সোনুর এই আহ্বানে সবার প্রথম সাড়া দেন হরিয়ানার কর্নালের ভির্ক হাসপাতালের তিনজন চিকিৎসক। সোনুর টিমের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানান, মাসে অন্তত একজন করে রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবেন প্রত্যেকে। প্রথম এই উদ্যোগ নিয়েছিলেন ড. অশ্বিনী কুমার। এবিপি আনন্দকে কর্নাল থেকে মোবাইল ফোনে অশ্বিনী কুমার বললেন, 'সোনুজির এই আর্জি আমারই প্রথম চোখে পড়ে। আমি তারপর আমার এক চিকিৎসক বন্ধুকে বলি। মনে হয় এই মহান উদ্যোগে আমরা সামিল হতে পারি। আমি নিজে মস্তিস্কের চিকিৎসক। তাই মাসে একজন রোগীর ব্রেন টিউমার বা মস্তিস্কের যে কোনও জটিল অস্ত্রোপচারের দায়িত্ব আমি নিতেই পারি।'
চিকিৎসক অশ্বিনী কুমার
রোগীরা কীভাবে পেতে পারেন এই সুবিধা? সোনু বলছেন, 'আমার টিমের কাছে যদি কেউ চিকিৎসার জন্য আবেদন করেন আমরা প্রথমেই তাঁর সমস্ত রিপোর্ট দেখি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করি। তারপর প্রয়োজন বুঝে তাঁকে সঠিক চিকিৎসকের কাছে রেফার করে দিই।' অন্যদিকে অশ্বিনী কুমার বলছেন, 'আমাদের কাছে মানুষের মুখের কথাই যথেষ্ট। কেউ যদি বলেন তাঁরা দরিদ্র বা চিকিৎসা করাতে পারছেন না, আমি তাঁর থেকে অস্ত্রোপচারের কোনও টাকা নেব না।'
অশ্বিনী কুমার আরও জানান, ইতিমধ্যেই গুয়াহাটি থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন গুড্ডি নামে একজন রোগী। তাঁর মস্তিস্কে অস্ত্রোপচারের প্রয়োজন। লকডাউনে বন্ধ সমস্ত যানবাহন, সেখানেও ভরসা সোনুই। গুড্ডির পরিবার হরিয়ানা আসার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন সোনুর কাছেই। অভিনেতার টিম ব্যবস্থা করে দিলেই ভির্ক হাসপাতালে এসে চিকিৎসা করাবেন তিনি। গুড্ডির পরিবারের থাকার ব্যবস্থা-সহ অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার দায়িত্বও তাঁর, বলছেন অশ্বিনী কুমার।
ভির্ক হাসপাতালেরই অপর চিকিৎসক বলবীর সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, 'সোনুজির টিম কোনও রোগীর কথা আমাদের জানালেই আমরা বিনামূল্যে তাঁর চিকিৎসার ব্যবস্থা করব। আমি নিজে প্রতিমাসে নিখরচায় একটি করে অর্থস্টোপিক অস্ত্রোপচার করব।'
তাঁর মহৎ উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন তিন চিকিৎসক। আরও অনেক মানুষ এই কর্মকাণ্ডে সামিল হবেন বলেই আশাবাদী সোনু। বলছেন, 'ইতিমধ্যেই অনেক মানুষ চিকিৎসার জন্য বিহার থেকে দিল্লি এসেছেন। যদি কোনও রোগীর চিকিৎসা করাতে আসতে সমস্যা হয়, তাঁকে নিয়ে আসার ব্যবস্থাও করবে আমার টিম। আমি চাই কর্নালের চিকিৎসকদের মতো আরও চিকিৎসক ও সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো এগিয়ে আসুক। এই উদ্যোগ যদি চেন সিস্টেমে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তবেই মনে হবে আমি কোনও উপকার করতে পেরেছি। এটাই তো সমাজকে ভালো কিছু ফিরিয়ে দেওয়ার সময়।'
সোনুর মানবিকতার নতুন নিদর্শন দেখে উচ্ছসিত আমজনতা। গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসছেন বলি তারকা।