এক সপ্তাহ আগেও খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন। চলছিল মিউজিক থেরাপি, পড়ে শোনানো হচ্ছিল গল্প!!!
কিন্তু আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। ওষুধ-সহযোগে তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করলেও, মস্তিষ্কে স্নায়ুর যে সমস্যা ছিল তাতে কোনও উন্নতি হয়নি। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্সার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের যে অংশ ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেটা এখনও স্বাভাবিকভাবেই কাজ করছে। তবে এই অংশের কোনও ক্ষতি হয়েছে কিনা, তা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা। একইসঙ্গে এই অংশের যাতে আর কোনও ক্ষতি না হয়, তারজন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
পাশাপাশি এনসেফেলোপ্যাথির জন্য তাঁর যে অস্থিরতা এবং স্নায়ুর সমস্যা, সেগুলোও চিন্তায় রেখেছে চিকিত্সকদের। প্রথম দু’সপ্তাহে যে হারে উন্নতি হচ্ছিল, সেটা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না বলে জানাচ্ছেন চিকিত্সকরা। বেলভিউ হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ফিজিওথেরাপির পরে এখনও সফলভাবে তাঁকে বসাতে পারছেন না চিকিত্সকরা। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। ন্যাজাল ক্যানুলা দিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন।
করোনা আক্রান্ত হওয়ার পর গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।