কলকাতা: আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, রয়েছেন এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে। ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার জন্যই সাহায্য নেওয়া হচ্ছে এই পদ্ধতির, খবর হাসপাতাল সূত্রে।
পুজোর আগেই করোনা সংক্রমণ নিয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল কিছুদিন ধরেই। নেগেটিভ এসেছিল করোনা রিপোর্টও। কিন্তু গতকাল থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। আজ বিকেল ৩টে থেকে শুরু করতে হল এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন।
বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার চেষ্টা করা হচ্ছে বর্ষীয়ান অভিনেতার। স্বাভাবিকের চেয়ে শরীরে ইউরিয়ার পরিমাণ বেশি রয়েছে তাঁর।কমছে প্লেটলেট, তাই অন্ত্রে রক্তক্ষরণের আশঙ্কা চিকিৎসকদের। এছাড়াও ক্রমশ বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা।
মিউজিক থেরাপি ও ফিজিওথেরাপি চলছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, মিলছিল সাড়াও। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি নিয়ে চিন্তিত চিকিৎসকরা।
ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ রুখতে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে দেওয়া হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2020 07:11 PM (IST)
আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, রয়েছেন এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে। ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার জন্যই সাহায্য নেওয়া হচ্ছে এই পদ্ধতির, খবর হাসপাতাল সূত্রে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -