গুয়াহাটি: অসমের তিনসুকিয়া জেলায় পাঁচ বাঙালিকে নৃশংসভাবে খুনের ঘটনার চারদিন পরে আজ সাদিয়ার পুলিশ সুপার প্রশান্ত সাগর চাংমাইকে বদলি করা হল। তাঁর বদলে দায়িত্ব নিচ্ছেন বক্সার চড়াইমারিতে অসম পুলিশের ২৪ ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট দেবজিৎ দেউড়ি। এদিকে, বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রায় সবাই অসমে হিংসাত্মক ঘটনার আশঙ্কা করছিলেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার সব হুঁশিয়ারি উপেক্ষা করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।’ নিহতদের পরিবারের লোকজনের সঙ্গেও দেখা করেন এই কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দুই আলফা নেতাকে গ্রেফতার করা হলেও, একই কারণে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপি নেতৃত্বাধীন সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। সমাজের সব অংশের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত রাজ্য সরকারের।