উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাস্তায় পরীক্ষার্থী বা অভিভাবকদের দেখলেই থামবে বাস। বাসের গতি মাপার জন্য ২০ কিমি অন্তর থাকবে ব্যবস্থা। বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী। অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ থাকার জেরে পরীক্ষার্থীদেরকে যাতে কোনও দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্য পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোলরুম।
মঙ্গল থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে উদ্যোগী পুলিশ-প্রশাসন ও পর্ষদ।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা পরিবহণ দফতরের। বাস স্টপ না থাকলেও থামবে বাস, আশ্বাস পরিবহণমন্ত্রীর। সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মঙ্গলবার থেকে শুরু মাধ্যমিক। কিন্তু যানজট নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এবিষয়ে পরিবহণমন্ত্রী কিছু বলুন।” এরপর মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মাধ্যমিক পরীক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের জরুরি বৈঠক হয়েছে। পরীক্ষার দিনগুলিতে রাস্তা সচল রাখার জন্য নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। সরকারি ও বেসরকারি সব বাসকে নির্দেশ দেওয়া হয়েছে, স্টপেজ না থাকলেও রাস্তায় পরীক্ষার্থী বা অভিভাবককে দেখতে পেলে বাসে তুলে নিতে হবে। কোনও বাসই যেন ৮০ কিমির বেশি গতিতে না দৌড়য়। ২০ কিমি দূরে দূরে থাকবে পরীক্ষার্থী নিয়ে যাওয়া বাসের গতি মাপার যন্ত্র।”
অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের ভোগান্তি চরমে। পরীক্ষার দিনগুলিতে দুর্ভোগে পড়তে হবে না তো পরীক্ষার্থীদের? দানা বাঁধছে আশঙ্কা।
পর্ষদের দাবি, এমনভাবে পরীক্ষাকেন্দ্রগুলি নির্দিষ্ট করা হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়। শুধু তাই নয়, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায্যের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খুলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চালু করা হয়েছে বিশেষ ইমেল পরিষেবা।
ই-মেল আইডি: madhyamik.parikshya@gmail.com
কন্ট্রোল রুমের নম্বর হল: 033 2359 2264, 033 2359 6674
পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগের নম্বর হল: 03323213089, 9051414111
মাধ্যমিক স্পেশাল: পরীক্ষার্থী দেখলেই দাঁড়াবে বাস, ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 11:44 PM (IST)
মঙ্গল থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে উদ্যোগী পুলিশ-প্রশাসন ও পর্ষদ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -