গুয়াহাটি : অতিমারিতে প্রবল ধাক্কা খাওয়া চা বাজারের জন্য খুশির খবর। অসমে বিশেষভাবে হাতে তৈরি চা নিলামে বিক্রি হল কেজিপ্রতি ৭৫ হাজার টাকায়।


মনোহরি টি এস্টেস্ট তৈরি করেছে উজ্জ্বল হলুদ বর্ণের এই মল্টি চা। যে চা পাতাগুলি তোলা হয়েছে শুধুমাত্র ভোরের সময়। বিশেষ পদ্ধতি মেনে প্রয়োজনীয় পরিচর্যা করে মাত্র আড়াই কেজি চা তৈরি করা হয়েছিল। যার ১.২ কেজি উঠেছিল নিলামে। বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ হাজার টাকায়। চলতি বছরে যা সর্বোচ্চ। গত বছর আগস্টে ডিকম চা বাগানের তৈরি বিশেষ চা-ও বিকিয়েছিল একই দামে।নিলামে চা কেনা গুয়াহাটির বিষ্ণু টি কোম্পানি অনলাইনে তাদের ওয়েবসাইট 9amtea.com-র মাধ্যমে কেনা চা বিক্রি করবে। মনোহরি টি এস্টেস্টের ডিরেক্টর রজন লোহিয়া বলেছেন,  ‘নিলামে যে চা বিক্রি হয়নি তা গুয়াহাটি টি অকশন সেন্টার লাউঞ্জের নির্দিষ্ট কিছু দোকান থেকে বিক্রি করা হবে।‘


এত দামে বিকোনোর কারণ বা চায়ের বিশেষত্ব বলতে গিয়ে লোহিয়া জুড়েছেন, সূর্যকিরণ এড়াতে একেবারে ভোরের বেলাতেই শুধু তোলা হয়েছে চা পাতাগুলো। যার ফলে জৈবিক একটা ফ্লেভার ও গাঢ় হলুদ রংয়ের মল্টি চা খাওয়ার স্বাদ মিলবে।


সিএএ- বিরোধী বিক্ষোভের জেরে গত বছরের ডিসেম্বর-জানুয়ারি থেকে নেতিবাচক প্রভাব পড়েছিল অসমের বিভিন্ন চা বাগানের কাজে। তারপর যা আরও ব্যাহত হয়েছে অতিমারি রুখতে চালু হওয়া লকডাউনের জেরে। ইতিমধ্যে হাজার কোটির বেশি ক্ষতির মুখে পড়েছে অসমের চা বাগান শিল্প। এই চা বিক্রির হাত ধরেই নতুন দিনের সন্ধান মিলবে বলেই প্রত্যাশা রাখছে অসমের চা ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা সব পক্ষ।