দুমকা(ঝাড়খণ্ড): শনিবার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অমিত শাহ। আর ঠিক পরের দিনই ঝাড়খণ্ডের দুমকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক এসএসবি জওয়ান। আহত হয়েছেন আরও ৪ জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। দুমকা পুলিশ সুপার ওয়াই এস রমেশ জানিয়েছেন, রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ জেলার তালদঙ্গল জঙ্গলে মাওবাদী ও সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। তাতে ৫ জওয়ান আহত হন। ঘটনাস্থলেই মারা যান জওয়ান নীরজ ছেত্রী।
ঝাড়খণ্ডের দুমকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত এসএসবি জওয়ান, আহত আরও ৪
Web Desk, ABP Ananda | 02 Jun 2019 02:30 PM (IST)