লন্ডন: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। বাংলাদেশের বিরুদ্ধে আজ, রবিবারও মাঠে নামতে পারবেন না ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের কাঁধের চোট এখনও সারেনি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন স্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচেও খেলতে পারেননি তিনি। শনিবার দলের অনুশীলনেও ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকা শিবিরের খবর, স্টেনের চোট এখনও সারেনি। পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য আরও সময় লাগবে ডানহাতি পেসারের।
স্টেনের অনুপস্থিতিতে কাগিসো রাবাডা আর লুঙ্গি এনগিডির উপরই থাকবে বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। তৃতীয় পেসার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন ডোয়েন প্রিটোরিয়াস অথবা ক্রিস মরিস।
শনিবার অনুশীলনে গরহাজির ছিলেন ব্যাটিংয়ের স্তম্ভ হাশিম আমলাও। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাউন্সারের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না, সে ব্যাপারে অবশ্য দক্ষিণ আফ্রিকা শিবির থেকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।
কাঁধের চোট এখনও সারেনি, বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকেই গেলেন ডেল স্টেইন
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2019 01:29 PM (IST)
শনিবার অনুশীলনে গরহাজির ছিলেন ব্যাটিংয়ের স্তম্ভ হাশিম আমলাও। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাউন্সারের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -