পুলওয়ামার ঘটনা দেখিয়ে দিয়েছে, আলোচনার সময় পেরিয়ে গিয়েছে, বলছেন মোদি
Web Desk, ABP Ananda | 18 Feb 2019 08:13 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আর্জেন্তিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে সন্ত্রাসবাদ দমন করার বিষয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তি ও স্থিতাবস্থার পক্ষে সন্ত্রাসবাদ গুরুতর বিপদ। এ বিষয়ে আমি ও প্রেসিডেন্ট ম্যাক্রি একমত। পুলওয়ামায় নিষ্ঠুর হামলা দেখিয়ে দিয়েছে, আলোচনার সময় পেরিয়ে গিয়েছে। এখন সারা বিশ্বকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদে যারা মদত দেয় তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দ্বিধা সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়ার সমান।’ পুলওয়ামায় হামলার পর প্রথম বিদেশি রাষ্ট্রনায়ক হিসেবে ভারত সফরে এসেছেন ম্যাক্রি। এই হামলার তীব্র নিন্দা করেছে আর্জেন্তিনা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আর্জেন্তিনার বিদেশমন্ত্রী জর্জে ফাউরি জানিয়েছেন, মোদি ও ম্যাক্রির বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় ছিল সন্ত্রাসবাদ। ১৯৯০ থেকে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে আর্জেন্তিনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ ঘোষণাপত্রও প্রকাশ করেছে ভারত ও আর্জেন্তিনা। সন্ত্রাসবাদীরা যাতে মারাত্মক অস্ত্র, প্রযুক্তি ও আর্থিক সাহায্য না পায়, সেটা নিশ্চিত করার ডাক দিয়েছে দু’দেশ।