ঝাবুয়া: হোমওয়ার্ক না করার জন্য সহপাঠীদের হাতেই গুনে গুনে ১৬৮ বার চড় খেতে হল এক স্কুলছাত্রীকে। এমন শাস্তির নিদান দিয়েছেন শিক্ষক স্বয়ং। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায়। এই ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোজ ভার্মা নামের ৩৫ বছরের ওই শিক্ষকের জামিনের আবেদনও গ্রাহ্য করেনি আদালত।
ঘটনাটি গত বছরের। জওহর নবোদয় স্কুলের ওই শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হোমওয়ার্ক শেষ না করে আনার জন্য এই শাস্তি দেন। ক্লাসের অন্যান্য মেয়েদের ওই ছাত্রীকে ১৬৮টি চড় মারতে বলেন। ১৪ জন সহপাঠী ৬ দিন ধরে, দিনে দুটি করে চড় মারে ওই ছাত্রীকে।এরপর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ও ১০ দিন স্কুলে যেতে পারেনি বলে অভিযোগ। মেয়েটির বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে নালিশ জানান। এরপর স্কুল একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়।
এখানেই থামেননি ওই অভিভাবক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।
হোমওয়ার্ক না করায় ছাত্রীকে ১৬৮ টি চড় মারার নির্দেশ, গ্রেফতার শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2019 03:34 PM (IST)
হোমওয়ার্ক শেষ না করে আনার শাস্তি। সহপাঠীদের হাতে ১৬৮টি চড়! শিক্ষককে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -