নয়াদিল্লি: মধ্যবিত্তদের জন্য সুখবর। টানা বৃদ্ধির পর কমছে ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কাল থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৩৩ টাকা করে কমছে। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬.৫২ টাকা করে কমছে।


এখন দেশের সব রান্নার গ্যাসের গ্রাহকদেরই বাজারমূল্যে সিলিন্ডার কিনতে হয়। তবে যাঁরা ভর্তুকি পান, বছরে ১২টি সিলিন্ডার কিনলে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দামের উপর ভর্তুকির মূল্য নির্ভর করে। ডিসেম্বরে যাঁরা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার কিনবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০৮.৬০ টাকা দেওয়া হবে।