নয়াদিল্লি: পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুনীল অরোরা। তিনি ওমপ্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হচ্ছেন। ১ ডিসেম্বর অবসর নিচ্ছেন রাওয়াত। পরের দিন নয়া দায়িত্বভার গ্রহণ করবেন অরোরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অরোরার নিয়োগে সম্মতি জানিয়েছেন।


১৯৮০-র ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার অরোরা অর্থমন্ত্রক, বস্ত্রমন্ত্রক, তথ্য ও সম্প্রচারমন্ত্রকের সচিব হিসেবে কাজ করেছেন। যোজনা কমিশনেও কাজ করেছেন এই আমলা। এছাড়া ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত তিনি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যুগ্মসচিব ছিলেন। পাঁচ বছর ইন্ডিয়ান এয়ারলাইন্সের সিএমডি-ও ছিলেন অরোরা। গত বছরের সেপ্টেম্বরে তিনি নির্বাচন কমিশনার নিযুক্ত হন। এবার মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন।