পটনা: বিহারে সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন বলিউড অভিনেত্রী সানি লিওন! বিহারের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং দফতরের ওয়েবসাইট এমনই বলছে। ২০০টি পদের জন্য যে প্রার্থীরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে সবার উপরে নাম রয়েছে সানির। এ বিষয়ে প্রশ্নের জবাবে বিহারের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা দাবি করেছেন, নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। এখন প্রকাশিত তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নথি ও শংসাপত্র পরীক্ষা করে দেখা হবে। জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং দফতরের বিশেষ সচিব সতীশচন্দ্র মিশ্রর দাবি, তিনি সানিকে চেনেন না। কেউ হয়তো অসৎ উদ্দেশ্য নিয়ে নামটি ওয়েবসাইটে আপলোড করেছে। বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।
বিহারের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং দফতরের ওয়েবসাইট অনুযায়ী, সানির নাম রয়েছে সাধারণ প্রার্থীদের তালিকায়। তাঁর বাবার নাম লিওনা লিওন। তিনি ৯৮.৫ পয়েন্ট পেয়েছেন। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য পেয়েছেন ৭৩.৫ পয়েন্ট। বাকি পয়েন্ট পেয়েছেন অভিজ্ঞতার জন্য।
সানির পরেই দ্বিতীয় স্থানে থাকা নির্মল চক্রবর্তীর বাবার নাম দেখানো হয়েছে ওম পুরী। তৃতীয় স্থানে থাকা প্রার্থী ও তাঁর বাবার নাম কম্পিউটারের পাসওয়ার্ডের মতো। তাঁর নাম রয়েছে অত্যন্ত পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থী হিসেবে।
বিহারে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন সানি লিওনের!
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2019 11:04 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -