নয়াদিল্লি: আরবিআইয়ের গভর্নরের পদ থেকে উর্জিত পটেলের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে ফের অস্বস্তিতে মোদি সরকার। বিখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ভাষ্যকার সুরজিৎ ভাল্লা পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের পদ থেকে। দেশজুড়ে যখন উর্জিত পটেলের পদত্যাগকে কেন্দ্র করে বিরোধীদের তোপের মুখে মোদি সরকার, তখন ভাল্লার পদত্যাগ নিঃসন্দেহে বড় অস্বস্তি কেন্দ্রীয় সরকারের কাছে।
ভাল্লা টুইট করে জানিয়েছেন, গত ১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের আংশিক সময়ের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ভাল্লার পদত্যাগ গৃহীত হয়েছে। সেই সূত্রের দাবি, ভাল্লা তাঁর পদত্যাগ পত্রে জানিয়েছেন, তিনি অন্য কোনও সংস্থায় যোগ দিচ্ছেন। প্রসঙ্গত, যে পদে ভাল্লা ছিলেন, সেই পদ স্বাধীন ভাবে সরকারকে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয় পরামর্শ দিত। মূলত প্রধানমন্ত্রীকেই পরামর্শ দিয়ে থাকেন অর্থনৈতিক উপদেষ্টা।
ছয় সদস্য বিশিষ্ট এই কাউন্সিলে রয়েছেন বিবেক দেবরায় (চেয়ারম্যান), শ্রী রতন পি ওয়াতাল, রথীন রায় (আংশিক সময়ের সদস্য), অসীমা গোয়াল (আংশিক সময়ের সদস্য) এবং শমীকা রবি (আংশিক সময়ের সদস্য)।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল থেকে পদত্যাগ অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2018 04:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -