নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের বিজেপি-বিরোধী মহাজোট তৈরির উদ্যোগ, উত্তরপ্রদেশে পারস্পরিক বিরোধ ঘুচিয়ে সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টির (বসপা) আসন সমঝোতা পাকা করে ফেলার ঘোষণায় কি উদ্বিগ্ন শাসক শিবির? সেজন্যই কি জনতার মুড বুঝতে ময়দানে নেমে পড়ছে তারা? এমন জল্পনাই চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নমো অ্যাপের একটি প্রশ্নকে কেন্দ্র করে। ওই অ্যাপে জনগণের পালস বোঝার জন্য একটি সমীক্ষা করা হচ্ছে। তাতে অনেকগুলি প্রশ্নের একটি হল, বিরোধীদের বিজেপি-বিরোধী মহাজোট কি আপনার কেন্দ্রে কোনও প্রভাব ফেলবে।



মোদি সোমবার ট্যুইটারে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে সাধারণ মানুষকে সমীক্ষায় অংশ গ্রহণের আবেদন করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, নমো অ্যাপে একটি সার্ভে শুরু হয়েছে। এর মাধ্যমে সরাসরি আপনাদের ফিডব্যাক চাই আমি। আপনাদের মতামত জরুরি। নানা ইস্যুতে আপনাদের ফিডব্যাক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ সার্ভেটা ফিল আপ করুন।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের তাদের রাজ্য, লোকসভা কেন্দ্রের নাম জানাতে বলা হয়েছে। সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা, কৃষকদের সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত শাসন, স্বচ্ছ ভারত, জাতীয় সুরক্ষা, অর্থনীতি, পরিকাঠামো, কর্মসংস্থান, গ্রামীণ বৈদ্যুতিকরণের মতো ক্ষেত্রে কেন্দ্রের সরকার কতটা সফল, সে ব্যাপারে তাঁদের মতামত চাওয়া হয়েছে। সেখানেই জানতে চাওয়া হয়েছে, বিরোধীদের মহাগঠবন্ধন কেমন প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।