মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিহারের মুজফফরপুরের আদালতে মামলা দায়ের করলেন কুন্দন কুমার নামে স্থানীয় এক বাসিন্দা। এর আগেও একই আদালতে সুশান্তর মৃত্যুর ঘটনা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাটি করেন স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা। তিনি সলমন খান, আদিত্য চোপড়া, কর্ণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, একতা কপূরের বিরুদ্ধে সুশান্তের কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টার অভিযোগ আনেন।


রিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে কুন্দনের আইনজীবী কমলেশ জানিয়েছেন, ‘আমার মক্কেল সুশান্ত সিংহ রাজপুতের বড় অনুরাগী। তিনি এই অভিনেতার আত্মহত্যায় ভেঙে পড়েছেন। তিনি রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তকে আর্থিক ও মানসিকভাবে শোষণের অভিযোগ এনেছেন। তিনি ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেছেন। ২৪ জুন এই মামলার শুনানি হবে।’

গত রবিবার সুশান্ত আত্মহত্যা করেন। তাঁর অনুরাগীরা এই ঘটনায় যেমন শোকাহত, তেমনই আবার ক্ষুব্ধ। তাঁরা সলমন, কর্ণদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন। সুশান্তের মৃত্যুর তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই রিয়াকে জেরা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৫ জনের বয়ান নেওয়া হয়েছে।

এরই মধ্যে পটনায় সুশান্তের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। তিনি সুশান্তের বাবা সহ পরিবারের অন্যদের সান্ত্বনা দেন। তাঁর সঙ্গে ছিলেন সুশান্তের আত্মীয় তথা বিজেপি নেতা নীরজ সিংহ বাবলু। তিনিও সুশান্তের মৃত্যুর ঘটনা নিয়ে সরব। বলিউডে স্বজনপোষণের অভিযোগ এনেছেন তিনিও।