নয়াদিল্লি: কাশ্মীরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েছে একটি পায়রা। ধরা পড়া পায়রাটিকে পাকিস্তানের গুপ্তচর মনে করা হচ্ছে। তাই পুলিশ সেটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে।
সোমবার কাঠুয়া জেলার হিরানগর থানার পুলিশের হাতে ধরা পড়ে পায়রাটি। সেটির পায়ে একটি গোলাপি রংয়ের কাপড় ও ট্যাগ রয়েছে। ধরার পর এটিকে সন্দেহভাজন পাক চর বলে থানায় নোট করা হয়েছে। সীমান্তের ওপর থেকে গুপ্তচরবৃত্তির কাজে তাকে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজন পায়রাটিকে খাঁচা করে নিরাপদে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চাড়ওয়াল জেলার গীতাদেবী পায়রাটিকে ধরেন। পরে পায়রাটির পায়ে একটি গোলাকার রিং দেখতে পান তিনি।
এক পদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, রিং-এর ওপরে একটি ফোন নম্বর রয়েছে। সেই জন্য পায়রাটিকে চাড়ওয়ালের গ্রামপ্রধান মানিয়ারির হাতে তুলে দেওয়া হয়। পরে গ্রামপ্রধান পায়রাটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেন। তিনি সেটি স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেন। ওই পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত পায়রাটির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাঠুয়ার পুলিশকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেন, ‘আমরা বলতে পারব না যে এটা গুপ্তচরবৃত্তির কাজে লাগানো হয়েছিল। স্থানীয়রা এর পায়ে এক টুকরো কাপড় দেখতে পেয়ে পায়রাটিকে ধরেন। কয়েকজন সেটিকে কোড বার্তা বলেছেন। তবে পাকিস্তানের পঞ্জাবে মালিকানার জন্য পায়রার পায়ে কাপড়ের টুকরো বেঁধে রাখা হয়।
পায়ে গোলাপি রংয়ের কাপড়-ট্যাগ, কাশ্মীরে পুলিশের হাতে বন্দি পায়রা কি পাকিস্তানের গুপ্তচর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 09:59 PM (IST)
এক পদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, রিং-এর ওপরে একটি ফোন নম্বর রয়েছে। সেই জন্য পায়রাটিকে চাড়ওয়ালের গ্রামপ্রধান মানিয়ারির হাতে তুলে দেওয়া হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -