নয়াদিল্লি: স্যুইচ বোর্ডের মধ্যে বাসা করেছিল একটি পাখি। সেই বাসায় নীল ও সবুজ রঙের ডিমও পাড়ে পাখিটি। সেটা দেখতে পান এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পাখির বাসার ছবি দেওয়া হয়। এরপরেই গ্রামবাসীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, ডিম ফুটে বাচ্চা না বেরনো পর্যন্ত তাঁরা আলো জ্বালাবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী টানা ৩৫ দিন অন্ধকারে কাটালেন তাঁরা। দৃষ্টান্তমূলক এই ঘটনা তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামের।
গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে স্থানীয় এক বাসিন্দা পাখির বাসাটি দেখতে পান। তাঁর সন্তানরা সেই বাসাটির ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপরেই সবাই মিলে সিদ্ধান্ত নেন, যতদিন না ডিম ফুটে পাখির বাচ্চা জন্ম নিচ্ছে, ততদিন তাঁরা ওই স্যুইচ বোর্ড ব্যবহার করবেন না। পাখির ডিম বাঁচাতে গ্রামের সবাই জোট বাঁধেন।
পাখির বাসা বাঁচাতে ৩৫ দিন আলোই জ্বালালেন না গ্রামবাসীরা, মানবিকতার দৃষ্টান্ত তামিলনাড়ুতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2020 09:21 PM (IST)
টানা ৩৫ দিন অন্ধকারে কাটালেন গ্রামের সবাই।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -