তারাপীঠ: রথযাত্রার দিন আজ থেকে খুলল তারাপীঠ মন্দির। ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে পুজো। করোনা পরিস্থিতিতে প্রায় তিনমাস পর খুলল মন্দির। সকাল থেকেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা।



সংক্রমণ ও এবং ভিড় এড়াতে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরে বসানো হয়েছে তিনটি স্যানিটাইজেশন টানেল।

দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল দাগ কাটা হয়েছে। গর্ভগৃহে ঢোকার মুখে বসানো হয়েছে লোহার গেট। বাইরে থেকেই দর্শন করতে হচ্ছে পুণ্যার্থীদের।