কাটিহার ও নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দলের প্রধান শরদ পাওয়ার ‘আড়াল’ করায় ইস্তফা দিলেন এনসিপি-র জাতীয় সাধারণ সম্পাদক তারিক আনওয়ার। একইসঙ্গে সাংসদ পদ থেকেই ইস্তফার কথা জানিয়েছেন তিনি। নিজের লোকসভা কেন্দ্র বিহারের কাটিহারে এই ঘোষণা করলেন আনওয়ার। তিনি জানিয়েছেন, এনসিপি-র সমস্ত পদ থেকেই ইস্তফা দিচ্ছেন তিনি। এনসিপি-র অন্যতম এই প্রতিষ্ঠাতা বলেছেন, তিনি সাংসদ পদ থেকেই ইস্তফা দেবেন। উল্লেখ্য, একটি মরাঠি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পাওয়ার বলেছিলেন যে, রাফালে ফাইটার জেট বিমান ক্রয়ের চুক্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ভুল নয়।। পরে অবশ্য দলের পক্ষ থেকে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, এর অর্থ প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দেওয়া নয়।
রাফাল চুক্তি বিতর্কে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আনওয়ার যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবিও জানিয়েছেন। আনওয়ার বলেছেন, ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তিনি নেননি। সমর্থকদের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।
বিহার কংগ্রেসের প্রাক্তন সভাপতি আনওয়ার ১৯৯০-র দশকে পাওয়ার, প্রয়াত পিএ সাংমার সঙ্গে হাত মিলিয়ে এনসিপি তৈরি করেছিলেন।
রাফাল বিতর্কে মোদিকে ‘আড়াল’ পাওয়ারের, প্রতিবাদে এনসিপি ছাড়লেন তারিক আনওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2018 02:56 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -