ভারতের বাজারে নিজেদের ফেসলিফ্ট ভার্সন আনছে Tata Tigor EV। শীঘ্রই দেশের গাড়ি বাজারে Tata Xpress-T EV নাম দিয়ে আসছে এই চার চাকা। নতুন এই ইলেক্ট্রিক সেডানে কিছু পরিবর্তন ঘটিয়েছে কোম্পানি। গত বছরই এই ফেস লিফ্টেড সেডান টিগরের মতোই কিছু স্টাইলিং চেঞ্জ করা হয়েছে। নতুন এই ইলেক্ট্রিক মডেলে বড় ব্যাটারি দিচ্ছে কোম্পানি। টাটার নতুন এই গাড়ির দাম হতে চলেছে ১২.৯০ লক্ষ টাকা(এক্স শোরুম)। Tata Xpress-T EV-র ডিজাইন সামান্য কিছু কসমেটিক চেঞ্জ ছাড়া সেভাবে বড়কিছু বদল করা হয়নি গাড়িতে। তবে ইলেক্ট্রিক গাড়ির মতোই গাড়ির বডিতে নীল রঙের একাধিক স্টইলিং থাকবে। মূলত, ইলেক্ট্রিক বোঝাতেই এই হাইলাইট থাকবে গাড়িতে। এছাড়াও ট্রাই অ্যারো গ্রিল থাকবে সামনের দিকে। যা গাড়ির লুক অনেকটাই বদলে দেবে। এবার থেকে গাড়ির চার্জিং সকেট সামনের গ্রিলের মধ্যেই দেওয়া হয়েছে। ভারতের অন্যান্য ইলেক্ট্রিক মডেলেও এই জায়গাতেই সকেট লাগানোর জায়গা থাকে। গাড়ির ভিতরেও সেরকম বেশি কিছু পরিবর্তন দেখা যাবে না। Tata Xpress-T EV-র ইলেক্ট্রিক মোটর ও ব্যাটারি প্যাক মূলত, Tata Xpress-T EV-তে দুটো ব্যাটারি প্যাক দেওয়া থাকবে। যেখানে দাবি করা হয়েছে, নতুন মডেলের রেঞ্জ হবে ১৬৫ কিলোমিটার পর্যন্ত। আগে যেখানে Tata Tigor EV-র রেঞ্জ ছিল ১৪৩ কিলোমিটার। তবে এবার গাড়ির টপ স্পিড ৮০ কিলোমিটারের বেশি উঠবে না। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, নতুন এই মডেল ফুল চার্জ দিতে লাগবে ১১.৫ ঘণ্টা। তবে ফাস্ট চার্জার ব্যবহার করলে তা মাত্র ২ ঘণ্টার মধ্যে গাড়ির (0-৮০)শতাংশ ব্যাটারি চার্জ করে দেবে। Tata Xpress-T EV-র বিভিন্ন মডেলের দাম Tata Xpress-T EV-র গাড়িগুলি দুটো মডেল রয়েছে। একটা XT অন্যটা XM। Tata Xpress-T EV XM+-এর দাম রাখা হয়েছে ১২.৯০ লক্ষ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে এর Tata Xpress-T EV XT+-এর দাম ধরা হয়েছে ১৩.৫ লক্ষ টাকা (এক্স শোরুম)।
Tata Tigor EV : নাম বদলে বাজারে আসছে Tata Tigor EV, কত দাম হচ্ছে নতুন মডেলের ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2021 08:15 PM (IST)
Tata Tigor EV Facelift Launch: ভারতের বাজারে নিজেদের ফেসলিফ্ট ভার্সন আনছে Tata Tigor EV। শীঘ্রই দেশের গাড়ি বাজারে Tata Xpress-T EV নাম দিয়ে আসছে এই চার চাকা। নতুন এই ইলেক্ট্রিক সেডানে কিছু পরিবর্তন ঘটিয়েছে কোম্পানি।
Tata Tigor EV