নয়াদিল্লি: বোনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে আত্মঘাতী ভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দ্বারকায়। দাবি, দেশী পিস্তল থেকে নিজেকে গুলি করে নিহত হওয়া ওই কিশোরের নাম গুলশন।
নিহতের বাবা রণবীর সিংহ পুলিশকে জানান, শনিবার রাতে বোনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয় ১৭ বছরের কিশোরের। সেই সময় রাগের মাথায় বোনের ফোন ছুঁড়ে ভেঙে দেয় গুলশন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর। রণবীর যোগ করেন, পরের দিন সকালে গুলশন যখন ঘরে ফেরেন, তিনি দেখেন ছেলের শরীর রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা গুলশনকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অনুমান, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যে পিস্তল থেকে গুলি চলেছে, তা উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুটি কার্তুজও ছিল। এর পাশাপাশি, নিহতের পকেট থেকে আরও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঝগড়া, বোনের ফোন ছুঁড়ে ভেঙে ফেলে গুলিতে আত্মঘাতী ভাই!
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2018 04:13 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -