নয়াদিল্লি: মেয়াদ ফুরোয়নি। কিন্তু, তাও ভোট এগিয়ে এনে কার্যত রাজনৈতিক জুয়া খেলেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। শুক্রবার ভোটগ্রহণ শেষ হয়েছে তেলঙ্গানায়। ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। এবারও কি নবগঠিত এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী? না ক্ষমতায় আসবে কংগ্রেস-তেলুগু দেশম পার্টির জোট?
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৭৯ থেকে ৯১টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে মাত্র ২১ থেকে ৩৩টি আসন। বিজেপি-র ঝুলিতে যেতে পারে ১ থেকে ৩টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ৪ থেকে ৭টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানায় ক্ষমতা ধরে রাখতে চলেছে টিআরএস।
টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানায় টিআরএস পেতে পারে ৬৬টি আসন। রাহুল-চন্দ্রবাবুর জোট পেতে পারে ৩৭টি আসন। বিজেপি ৭টি এবং ৯টি আসন পেতে পারে অন্যান্য দল। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ীও তেলঙ্গানার রাশ থাকতে পারে সেই কেসিআর-এর হাতেই।
নিউজ এক্স-আইটিভি-নেতার সমীক্ষাতেও উঠে এসেছে, তেলঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৫৭টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে ৪৬টি আসন। বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৬টি আসন। ১০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য দলের। অর্থাৎ তেলঙ্গানার ক্ষমতা ধরে রাখার জোরালো সম্ভাবনা টিআরএস-এর।
রিপাবলিক টিভি ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানায় টিআরএস পেতে পারে ৪৮ থেকে ৬০টি আসন। প্রথমবার জোট বেঁধে রাহুল-চন্দ্রবাবু পেতে পারেন ৪৭ থেকে ৫৯টি আসন। বিজেপি ৫টি এবং ১ থেকে ১৩টি আসন পেতে পারে অন্যান্য দলগুলি।
রিপাবলিক টিভি ও জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৯টি আসনের মধ্যে টিআরএস পেতে পারে ৫০ থেকে ৬৫টি আসন। কংগ্রেস-টিডিপি জোট পেতে পারে ৩৮ থেকে ৫২টি আসন। বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৪ থেকে ৭টি আসন। ৩ থেকে ৭টি আসন যেতে পারে অন্যান্য দলের ঝুলিতে। এই সমীক্ষা অনুযায়ীও সরকার গড়ার লড়াইয়ে সেই এগিয়ে রয়েছে টিআরএস-ই।
৫ রাজ্যে ভোটের ফল ১১ তারিখ। সেদিনই বোঝা যাবে আসল ছবিটা।
তেলঙ্গানায় ক্ষমতা ধরে রাখছে টিআরএস, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2018 08:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -