হায়দরাবাদ: করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে অর্থের জোগান বাড়ানোর লক্ষ্যে আগামী মাসে সব কর্মীর বেতন কমানোর সিদ্ধান্ত নিল তেলঙ্গানা সরকার। পদ অনুযায়ী ১০ থেকে ৭৫ শতাংশ বেতন কমানো হবে বলে জানা গিয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দফতরে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তেলঙ্গানার সরকারি আধিকারিকরা বেতনে কাটছাঁটের কথা মানতে নারাজ। তাঁদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেতনে বিলম্ব হবে।
তেলঙ্গানা সরকার সূত্রে খবর, চতুর্থ শ্রেণির কর্মী থেকে শুরু করে পেনশনভোগী, সবারই বরাদ্দ কমানো হবে। আইএএস, আইএফএস, আইপিএস অফিসারদের বেতন ৬০ শতাংশ কমানো হবে। রাজ্যের অফিসাররা বেতনের ৫০ শতাংশ অর্থ পাবেন। চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন ১০ শতাংশ কমানো হবে। পেনশনভোগীরা ৫০ শতাংশ অর্থ পাবেন। অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মীরা ১০ শতাংশ কম অর্থ পাবেন। মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, পুরসভা ও পঞ্চায়েতের প্রতিনিধিদের বেতনের ৭৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে।
করোনা: সব কর্মীর বেতন কমাচ্ছে তেলঙ্গানা সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2020 07:53 PM (IST)
মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, পুরসভা ও পঞ্চায়েতের প্রতিনিধিদের বেতনের ৭৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -