নামছে পারদ, নভেম্বরেই রাজ্যজুড়ে শীতের আমেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2020 10:01 PM (IST)
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
সঞ্চয়ন মিত্র, উমেশ তামাঙ্গ, কলকাতা ও দার্জিলিং: ‘অঘ্রাণের শীত-সন্ধ্যা, শ্বাসরোধী ধূম্রগন্ধা’ হতে এখনও দেরি। কিন্তু হেমন্তের শেষেই শীতের আমেজ ‘চাপিয়াছে শহরের বুকে’। রাত বাড়লেই শীত শীত ভাব, ভোরের দিকে একটা চাদর হলে বেশ হয়। তার ওপর সকালটা যদি শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সঙ্গে, তা হলে তো সোনায় সোহাগা। দিনের বেলা সেই ঘামঝরা গরম উধাও। শনিবারের চেয়ে রবিবার আরও নামল পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বুধবার থেকে মেঘলা থাকবে আকাশ। তার জেরে তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। তবে রাত ও ভোরের শীতের আমেজে পরিবর্তন আসবে না। ভোরের দিকে রয়েছে কুয়াশার সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ থাকায় দিনভর শীতের আমেজ থাকছে না। বৃহস্পতিবার থেকেই রাজ্যে পারদ পতন শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও তাপমাত্রা ১৪-ডিগ্রির নীচে নেমেছে। শীতের আমেজ পাহাড়েও। শিলিগুড়ি, রায়গঞ্জের পর কালিম্পঙ থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির শোভা উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধ-বৃহস্পতিবার নাগাদ জম্মু-কাশ্মীর, লাদাখ সহ বেশ কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে তামিলনাডু, কেরল, ওড়িশা সহ বেশ কিছু রাজ্যে।