সুদীপ্ত আচার্য, কলকাতা: নিউ নর্মালে খুলে গিয়েছে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল। বুধবার থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকাও। তার আগে ১০ তারিখ, মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম।
কলকাতার এই চারটি বহুল পরিচিত দর্শনীয় স্থলই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে। দেশের লকডাউন ঘোষণার আগেই, ১৮ মার্চ থেকে বন্ধ এই চার জায়গা। ৮ মাস পর সেগুলি খুলে যাচ্ছে।
দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমলেও, করোনার কবল থেকে কবে মুক্তি মিলবে তা জানে না কেউ। তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও, কর্মী-দর্শক সবাইকেই মানতে হবে করোনা বিধি। সংস্কৃতি মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন। সবাইকে মাস্ক পরে থাকতে হবে। মানতে হবে শারীরিক দূরত্ব। স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কাউন্টারে ভিড় এড়াতে অনলাইন টিকিটে জোর দেওয়া হচ্ছে। কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স। প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে। গ্যালারির এসির তাপমাত্রা রাখা হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৭০।
প্রত্যেককে মানতে হবে করোনা বিধি, মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া, জাদুঘর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2020 09:37 PM (IST)
প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -