পাশাপাশি চলছে উইপোকা ও পিঁপড়ের সারি, মাঝে আঁটোসাঁটো পাহারা! যেন সীমান্ত রক্ষী! ভিডিও চোখ কচলে দেখছে ইন্টারনেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 08:44 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় পশুজন্তুদের ছবি বা ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এরইমধ্যে দুই প্রজাতির পতঙ্গের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছে। ২৯ সেকেন্ডের একটি ক্লিপ।
ছবি ট্যুইটারে পোস্ট ভিডিও-র স্ক্রিনশট
নয়াদিল্লি:সোশ্যাল মিডিয়ায় পশুজন্তুদের ছবি বা ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এরইমধ্যে দুই প্রজাতির পতঙ্গের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছে। ২৯ সেকেন্ডের একটি ক্লিপ। প্রথমে এই ভিডিও পোস্ট করেছিলেন মেহদি মৌসায়েদ নামে এক ইউজার। সেই ভিডিও শেয়ার করেন স্টিভ স্টুয়ার্ট উইলিয়ামস। আর এরপরই ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চার মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পাশাপাশি চলছে উইপোকা ও পিঁপড়েদের দুটি সমান্তরাল সারি। কিন্তু মাঝে কড়া পাহারা বসিয়ে রেখেছে উইপোকার দল। সীমান্ত রক্ষীর মতোই তারা কড়া নজর রেখে চলেছে পিঁপড়েদের সারির দিকে। পিঁপড়েদের সারি একটু এলোমেলো। কিন্তু উইপোকা পাহারাদাররা কড়া নজর রাখছে তাদের গতিবিধির ওপর। ভিডিও নিঃসন্দেহে চিত্তাকর্ষক। আর তা দেখে চোখ ফেরানোই ভার। স্টিভ স্টুয়ার্ট উইলিয়ামস ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ২০২০-র অন্যতম সেরা বন্যপ্রাণ ভিডিও। উইপোকাদের সারি চলছে পিঁপড়েদের সারির সঙ্গে সমান্তরালভাবে। দুপক্ষের মাঝে সুরক্ষার প্রচীর গড়ে তুলেছে সেনাবাহিনী। তাঁর এই ভিডিও প্রচুর লাইক পেয়েছে। রিট্যুইটও হয়েছে কয়েক হাজার বার। কমেন্টস সেকসনে ইউজাররা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখছেন, উইপোকারাই দেখছি অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত। আর একজনের প্রতিক্রিয়া দেখে তো চমকে গিয়েছি।