নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ায় খুশি হয়েছিলেন প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধেবেলা লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পর তিনি ট্যুইট করে বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম।’ এটিই ছিল সুষমার শেষ ট্যুইট। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর জীবনাবসান হল।
বিদেশমন্ত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সুষমা। বিদেশে কোনও ভারতীয় সমস্যায় পড়লেই তাঁর সাহায্য চাইতেন। এমনকী, বিদেশিদেরও সাহায্য করতেন তিনি। এবার অবশ্য লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন বিদেশমন্ত্রী হন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তবে বিদেশমন্ত্রী না থাকলেও, সুষমার জনপ্রিয়তা কমেনি।