নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল হর্ষধ্বনি, ‘মোদি-মোদি’ স্লোগান-এসবের মাধ্যমেই নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাল গোটা দেশ। দেশের মাটিতে পা রেখে মোদিও জানালেন, বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে।

আজ পালাম বিমানবন্দরে নামার পর অভিনন্দনের জোয়ারে ভেসে যান প্রধানমন্ত্রী। তিনি ভাষণ দিতে উঠে বলেন, ‘সব ভারতীয়কে কুর্ণিশ জানাই। আমার এবারের দেশে ফেরা স্মরণীয় হয়ে থাকবে। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

মোদি আরও বলেন, ‘২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমি রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়েছিলাম। এবারও রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিলাম। এই পাঁচ বছরে আমি বড় পরিবর্তন দেখলাম। ভারতের সম্মান, ভারতের প্রতি উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। এটা ১৩০ কোটি ভারতীয়র জন্যই সম্ভব হয়েছে। হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠান দুর্দান্ত সাফল্য পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় সম্প্রদায় যেভাবে এই অনুষ্ঠানে হাজির ছিল, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বছর আগে ২৮ সেপ্টেম্বর আমার দেশের সাহসী সেনা জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক করে সারা বিশ্বের সামনে ভারতের গৌরব তুলে ধরেছিলেন। সেই রাতের কথা মনে পড়ছে। আমাদের সেনা জওয়ানদের সাহসকে কুর্ণিশ জানাই।’

ভাষণ দেওয়ার পর কিছুটা পথ হেঁটে বিমানবন্দরে জড়ো হওয়া অংসখ্য মানুষের অভিবাদন গ্রহণ করেন মোদি। তিনি নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।