বিরাট অভিনেতা, আইকন, কিন্তু দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন, উনি মোদির বিরোধী, নাসিরুদ্দিনকে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী

Continues below advertisement
  নয়াদিল্লি: নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের নিন্দা, সমালোচনা করলেন  কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বলিউডের খ্যাতনামা অভিনেতা সম্প্রতি উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোহত্যাকে কেন্দ্র করে ব্যাপক হিংসায় পুলিশ অফিসারের মৃত্যুতে ক্ষোভ জানিয়ে বলেছেন, মানুষের চেয়ে ভারতে বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মৃত্যু। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এ দেশে নিজের সন্তানদের ভবিষ্যত্ নিয়ে নিজের উদ্বেগও প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তাঁকে পাকিস্তান চলে যেতে বলে করাচির বিমানের টিকিট বুক করে দিয়েছে উত্তরপ্রদেশের একটি সংগঠন। কিন্তু কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের খেদ, নাসিরুদ্দিন শাহ বিরাট মাপের অভিনেতা, কিন্তু ভারতে থাকা নিরাপদ নয়, এটা তাঁর দায়িত্বজ্ঞানহীন অভিমত। নাসিরুদ্দিনের বেশ কয়েকটি সেরা পারফরম্যান্সের উল্লেখ করে তিনি বলেন, জানে ভি দো ইয়ারো, মির্জা গালিব-এ ওনার অভিনয় দারুণ, অসাধারণ। উনি একজন আইকন এবং আইকন হিসাবে ওনার বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে নাসিরুদ্দিনের বক্তব্য সম্পর্কে আরেক বলিউড অভিনেতা অনুপম খেরের প্রতিক্রিয়ার উল্লেখ করে দেশে আর কত বেশি স্বাধীনতা প্রয়োজন, এমন মন্তব্যও করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, নির্বাচন এলেই তথাকথিত বুদ্ধিজীবীরা এ ধরনের কথাবার্তা বলতে থাকেন, এটা নতুন কিছুই নয়।  ২০১৫-য় বিহার বিধানসভা নির্বাচনের আগেও ‘পুরস্কার ফেরানো’র মতো একই ধরনের চটকদার কর্মসূচি নেওয়া হয়েছিল। নাসিরুদ্দিনের ওই মন্তব্য করা উচিত নয় বলে জানিয়ে রবিশঙ্কর বলেন, কী বলতে চান উনি? মানুষের চেয়ে বেশি দামি গরু? যাঁরা এমন কথা বলেন, তাঁদের ৯০ শতাংশই মোদিজির বিরোধী, ২০১৪-র সাধারণ নির্বাচনের আগে মানুষকে তাঁর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। মোদিজি  প্রধানমন্ত্রী হওয়ায় তাঁরা অখুশি। নাসিরুদ্দিন শাহও প্রধানমন্ত্রীর বিরোধী, এখন থেকে নয়, ২০১৪ বা তার আগে থেকেই।
Continues below advertisement
Sponsored Links by Taboola