হায়দরাবাদ: বেআইনিভাবে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র জোগাড় করা, প্যান কার্ড বানিয়ে নেওয়ার অভিযোগে এখানকার বাহাদুরপুরায় গ্রেফতার তিন রোহিঙ্গা। নিজেদের ভারতীয় নাগরিক বলে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, তিনজন হল মহম্মদ ইব্রাহিম, নুরুল আমিন, শেখ আজহার। এরা মায়ানমারের রাখাইন প্রদেশের বুথিডং এলাকার লোক, চার থেকে ১১ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে বেআইনি ভাবে ঢুকেছিল বলে জানিয়েছেন অতিরিক্ত ডিএসপি (কমিশনার টাস্ক ফোর্স) এস চৈতন্য কুমার। তিনি জানান, তিনজন পেশায় রাজমিস্ত্রী, ইলেকট্রিশিয়ান। ভারতীয় নাগরিক পরিচয়ে ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, আধার, অন্য পরিচয়পত্রও জোগাড় করে ফেলেছে, ভারতীয় পাসপোর্টের আবেদনও করেছে। যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগী তালিকায়ও নাম তুলে ফেলেছে বলে জানান পুলিশকর্তাটি।
তিনি জানান, এরা এক স্থানীয় বাড়ি মালিকের ইলেকট্রিক বিল জমা দিয়ে প্রথমে ভোটারকার্ড, ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে। তারপর তারা আধার, প্যান, রেশন কার্ড ও অন্য পরিচয়পত্রের আবেদন করে। সবশেষে বৈধ ভারতীয় নাগরিক পরিচয় একেবারে পাকা করে ফেলতে পাসপোর্টের আবেদন পেশ করে। গোটা প্রক্রিয়া চলাকালে তারা আসল তথ্য, জাতীয় পরিচতি আড়াল করে নিজেদের ভারতীয় বলে দেখায়। গরিবদের জন্য বরাদ্দ সরকারি সুরক্ষা প্রকল্পে নাম তুলেও নিজেদের ভারতীয় পরিচয় দেয়।
হায়দরাবাদের নানা জায়গায় উদ্বাস্তু হিসাবে একাধিক শিবিরে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার রোহিঙ্গা বসবাস করে।