মুম্বই:  নিজের হাতেই যাবতীয় জোগাড়ছোট্ট ছোট্ট হাতে তৈরি কাপ কেক। তারপর সেই কাপ কেকই নিজের হাতে বিক্রি করছে এক শিশু। তবে সখে নয়কেক বিক্রির সব টাকা করোনা মোকাবিলায় মুম্বই পুলিশের হাতে তুলে দিল ৩ বছরের কবীর!

সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে মুম্বই পুলিশ। কেবল ভিডিও নয়সেইসঙ্গে রয়েছে একটি ঘটনার উল্লেখও। ভিডিওতে লেখা আছেদেখুন, 'কী বেক হয়েছে! মুম্বই পুলিশের কাছে বিশাল সারপ্রাইজ নিয়ে এসেছে তিন বছরের কবীর। ওর এই দান মুম্বই পুলিশের কাছে অমূল্য। কোনওদিন দেখেছেন এত ছোট করোনা যোদ্ধার এত বড় মন?'



নিজের হাতে বেশ কিছু কাপ কেক বানিয়েছে কবীর। সেই কাপ কেক বিক্রি করে যে টাকা পেয়েছেতা তুলে দিয়েছে মুম্বই পুলিশের হাতে। মুম্বই পুলিশ এই ঘটনার কথাই তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়।

এক ব্যবসায়ীকে সেই কেকগুলি বিক্রি করেছিল কবীরদাবি করেছিল ১০ হাজার টাকার। জানিয়েছিল এই টাকা করোনা ত্রাণে তুলে দিতে চায় সে। কিন্তু সেই ব্যবসায়ী তার হাতে তুলে দেন ৫০ হাজার টাকার চেক। সেই টাকাই মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে কবীর।