পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জোড়া দূরপাল্লার ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি হল, শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার, হাওড়া-যোধপুর, হাওড়া-নিউ দিল্লি ভায়া পটনা স্পেশাল ট্রেন ও হাওড়া-নিউ দিল্লি ভায়া ধানবাদ স্পেশাল ট্রেন।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া, শালিমার, খড়গপুর, হিজলি, মেচেদা, পুরুলিয়া, বরাভূম, বার্নপুর, জয়চন্ডী পাহাড় স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে।
করোনা ভাইরাসের জেরে লকডাউন জারি হওয়ায় ২২ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সাধারণ যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন পর ফের শুরু হচ্ছে এই ট্রেন পরিষেবা।