পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এগিয়ে এল বিরোধী আরজেডি-ও। গতকাল রাতে লণ্ঠন দোলাতে দেখা গেল আরজেডি নেত্রী রাবড়ি দেবী ও তাঁর পুত্র তেজ প্রতাপ যাদবকে।  লালুপ্রসাদের দল অবশ্য প্রথম থেকেই প্রধানমন্ত্রীর আবেদনে সমর্থন জানায়। সঙ্গে স্পষ্ট করে দেয়, প্রদীপ বা টর্চ নয়, আলো নিভিয়ে দলীয় প্রতীক লণ্ঠনই জ্বালাবে তারা।


তেজ প্রতাপ পোস্ট করেছেন মায়ের সঙ্গে লণ্ঠন দোলানোর এই ছবি। সঙ্গে লিখেছেন, ইঁউহি কাট জায়েগা সফর সাথ চলনে সে...। আমরা এমন প্রত্যেকের পাশে দাঁড়িয়ে, যাঁরা এই ভয়াবহ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নিজের অবদান রাখছেন। কোভিড-১৯-র অন্ধকার দূর করব, লণ্ঠন জ্বালাব।


এর আগে টুইট করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়িও। একটি ছবি শেয়ার করেন তিনি, তাতে লণ্ঠন দিয়ে করোনানির্মূল করার বার্তা দেন। লেখেন, গরিবের ঘরে উনুন জ্বলুক, কেউ যেন ক্ষুধায় না প্রাণ হারান। সবার ঘরে সমান আলো জ্বলুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা।


আরজেডি প্রধান লালুপ্রসাদ এখন জেলে। তবে টুইটারে সক্রিয়। করোনা প্রতিরোধে সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে নিয়মিত টুইট করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর প্রদীপ জ্বালানোর বার্তার সমর্থন করেন তিনি।  এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি কবিতা, লেখেন, অন্ধকার দূর করার জন্য জ্বলে উঠুক লণ্ঠন।