নয়াদিল্লি:ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার প্রবীণ কাসওয়ান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে প্রায়ই পশুজন্তদের নজরকাড়া ভিডিও পোস্ট করেন। এবার তাঁর শেয়ার করা আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। আর তা মধ্যভারতের কোনও জঙ্গলে দুই বাঘের এলাকা দখলের লড়াই।


ট্যুইটারে এই রুদ্ধশ্বাস ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, সংরক্ষণ কর্মসূতী প্রোজেক্ট টাইগার ১৯৭৩-এর এপ্রিলে শুরু হয়েছিল। এখন তা ৪৭ বছর পূর্ণ করল।


দুই মিনিটের ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, দুই পূর্ণ বয়স্ক বাঘের মধ্যে এলাকা দখলের লড়াই। হেডফোন কানে দিয়ে শুনুন জোরাল গর্জন। এই গর্জন প্রতিধ্বনিত হয়েছে ভারতের জঙ্গলে।


কাসওয়ান জানিয়েছেন, ভিডিওটি হোয়াটস্যাপে পেয়েছেন তিনি।



ভিডিও ক্লিপে দুটি বাঘকে একে অপরের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। তাঁদের ওই লড়াইয়ের সাক্ষী কয়েরজন পর্যটক। যাঁরা দূর থেকে ওই লড়াই চাক্ষুষ করছেন।


কাসওয়ান জানিয়েছেন, এ ধরনের এলাকা দখলের লড়াইয়ে বাঘেদের মৃত্যুর ঘটনাও অস্বাভাবিক নয়।


ভিডিওটি ট্যুইটারে শেয়ার হওয়ার পর প্রচুর ভিউ হয়েছে। লাইক করেছেন অনেক ইউজারা। তাঁরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।