বেঙ্গালুরু: উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজেস লিমিটেড ও আজিম প্রেমজি ফাউন্ডেশন করোনাভাইরাস প্রতিরোধে ১,১২৫ কোটি টাকা দিতে চলেছে। এর মধ্যে শুধু আজিম প্রেমজি ফাউন্ডেশনই দিচ্ছে ১,০০০ কোটি টাকা।
করোনার বিরুদ্ধে যুদ্ধে সমাজের সব থেকে পিছিয়ে থাকা অংশের জন্য চিকিৎসা ও অন্যান্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে এই অর্থ সাহায্য, এক বিবৃতিতে জানিয়েছে উইপ্রো। বিভিন্ন সরকারি সংগঠনের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে আজিম প্রেমজি ফাউন্ডেশনের ১,৬০০ সদস্যের দল গোটা পরিকল্পনা কার্যকর করবে। এতে তাদের সাহায্য করবে ৩৫০-টির বেশি সমাজসেবী সংগঠন। উইপ্রোর প্রযুক্তিগত দক্ষতা, সোর্সিং সিস্টেম, পরিকাঠামো ও ডিস্ট্রিবিউশন- সব কিছুর সাহায্য নেওয়া হবে।
১,১২৫ কোটির মধ্যে প্রেমজি ফাউন্ডেশনের হাজার কোটি ছাড়াও উইপ্রো লিমিটেড দিচ্ছে ১০০ কোটি টাকা আর উইপ্রো এন্টারপ্রাইজেস লিমিটেড ২৫ কোটি। উইপ্রো ও আজিম প্রেমজি ফাউন্ডেশন যে সব সমাজসেবামূলক কাজকর্ম করে তার পাশাপাশি দেওয়া হচ্ছে এই টাকা। উইপ্রো বলেছে, আধুনিক সমাজ এ ধরনের এবং এত বিশাল সংকটে এর আগে পড়েনি। আজিম প্রেমজি ফাউন্ডেশন ও উইপ্রো বিশ্বাস করে, এই সঙ্কট মোকাবিলা করার জন্য ও মানব সভ্যতার ওপর এর প্রভাব কমানোর জন্যই শুধু যে আমাদের এক সঙ্গে কাজ করা উচিত, তা নয়, বরং এই অস্বাভাবিক সময় থেকে শিক্ষা নেওয়া, ন্যায়, সমতা, মানবতা ও পরিবেশগত স্থায়িত্বের আরও প্রত্যয়ী মানব সমাজ গড়ে তোলা আমাদের লক্ষ্য হোক।
করোনা সংকটে ১,১২৫ কোটি টাকা দান করতে চলেছে আজিম প্রেমজি ফাউন্ডেশন ও উইপ্রো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 11:14 AM (IST)
১,১২৫ কোটির মধ্যে প্রেমজি ফাউন্ডেশনের হাজার কোটি ছাড়াও উইপ্রো লিমিটেড দিচ্ছে ১০০ কোটি টাকা আর উইপ্রো এন্টারপ্রাইজেস লিমিটেড ২৫ কোটি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -