নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে বাস্তবোচিত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ভবিষ্যতের দিকে তাকানোর সময় এসেছে। কারণ ধোনি নিজেই তো তারুণ্যের দর্শনে বিশ্বাসী! জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে খেলিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, তখন এমন মন্তব্য করলেন গৌতম গম্ভীর। জাতীয় দলের প্রাক্তন ওপেনার দাবি করেছেন যে, নির্বাচকদের উচিত আবেগ বর্জন করে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন করা।
রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন। ধোনিকে দলে রাখা হয় কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। একটি টেলিভিশন চ্যানেলে গম্ভীর বলেছেন, ‘ভবিষ্যতের দিকে তাকানোটা খুব গুরুত্বপূর্ণ। ধোনি যখন অধিনায়ক ছিল ভবিষ্যত প্রজন্মকে তুলে আনায় জোর দিয়েছিল। আমার মনে আছে ধোনি বলেছিল যে, অস্ট্রেলিয়ায় সিবি সিরিজে আমি, সচিন ও সহবাগ একসঙ্গে খেলতে পারব না কারণ মাঠগুলো অনেক বড়। বিশ্বকাপের জন্য ও তরুণ ক্রিকেটারদের চেয়েছিল। আবেগ বর্জন করে বাস্তবোচিত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। তরুণদের তৈরি করার সময় হয়েছে। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ বা অন্য যে উইকেটকিপারের দক্ষতা রয়েছে, তাকেই সুযোগ দেওয়া উচিত।’
গম্ভীরের মতে, তরুণরা পর্যাপ্ত সুযোগ না পেলে দেশের হয়ে সেরাটা দিতে পারবে না। দিল্লির প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘একজনকে দেড় বছর সময় দেওয়া হোক। পারফর্ম করতে না পারলে অন্য কাউকে চেষ্টা করা হোক। তাহলেই বোঝা যাবে পরের বিশ্বকাপের উইকেটকিপার কে হতে চলেছে।’
ক্রিকেট থেকে অবসর নিয়ে আপাতত রাজনীতির ময়দানে গম্ভীর। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জিতে এখন সাংসদ তিনি। তবে ক্রিকেট থেকে দূরে নেই তিনি। গম্ভীর বলেছেন, ‘পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন ধোনি সেরা অধিনায়ক। তবে তার মানে এই নয় যে, বাকি অধিনায়কেরা খারাপ। সৌরভ গঙ্গোপাধ্যায় দারুণ নেতৃত্ব দিয়েছে। ওর নেতৃত্বে বিদেশেও জিতেছি। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছি।’
২০১১ বিশ্বকাপের ফাইনালের অন্যতম নায়ক গম্ভীর বলেছেন, ‘ধোনি আমাদের দুটি বিশ্বকাপ জিতিয়েছে ঠিকই। তবে সাফল্যের জন্য শুধু ওকে কৃতিত্ব দেওয়া অনুচিত। ঠিক যেমন দল খারাপ করলে শুধু ওর সমালোচনা করাও ঠিক নয়।’ গম্ভীর যোগ করেছেন, ‘ধোনি আমাদের দুটি বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে। তবে অন্যান্য অধিনায়কেরাও ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে। বেশিদিন নেতৃত্বের দায়িত্বে না থাকলেও অনিল কুম্বলে ভাল করেছে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে জিতেছে।’
ধোনি নিজেই চাইত তরুণদের সুযোগ দিতে, বাস্তবোচিত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, মত গম্ভীরের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2019 01:38 PM (IST)
রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন। ধোনিকে দলে রাখা হয় কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -