কলকাতা: রাজ্যের ৪২ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। মঙ্গলবার বাসভবন থেকে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, এদিন দুপুর একটায় বসে তৃণমূলের বিশেষ নির্বাচনী বৈঠক। ওই বৈঠকে তৃণমূলের প্রত্যেক জেলার সভাপতি এবং নির্বাচন কমিটির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে রাজ্যের ৪২ আসনের ৪২টিতেই জয়ের লক্ষ্যে ঝাপাচ্ছে রাজ্যের শাসকদল। এদিন প্রার্থী তালিকা করতে গিয়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ৫ বছরে কেন্দ্রের ব্যর্থতায় বেকারি সমস্যা বেড়েছে।  ৫ বছরে কেন্দ্রের ব্যর্থতায় চাষিদের সমস্যা বেড়েছে। ৫ বছরে কেন্দ্রের ব্যর্থতায় সংখ্যালঘুদের সমস্যা বেড়েছে। মমতা বলেন, দেশে অঘোষিত জরুরি অবস্থার মতো পরিস্থিতি। দেশে একটা বিদ্বেষ, বিভেদের রাজনীতি চলছে। যারা সিন্ডিকেটের কথা বলে, তাদের লজ্জা হওয়া উচিত। গোরক্ষার নামে সিন্ডিকেট, গণপিটুনির জন্য সিন্ডিকেটের আমদানি। এই অবস্থায় দাঁড়িয়েও ২০১৯-র ভোটে যেতে হচ্ছে। দেশকে টুকরো করে দেওয়ার চক্রান্ত চলছে। নোটবন্দি দেশের অর্থনীতিতে বড় ধাক্কা। কার স্বার্থে নোটবাতিলের মতো সিদ্ধান্ত?। কেন পুলওয়ামা, পাঠানকোট, উরির মতো ঘটনা?। যা চলছে, তা দেশের পক্ষে শুভ নয়। মোদি, বিজেপি যতই ভয় দেখাক, আমরা মানুষের পক্ষে আছি।


এক নজরে তৃণমূলের প্রার্থীতালিকা:

দার্জিলিং - অমর সিংহ রাই
কোচবিহার - পরেশচন্দ্র অধিকারী
আলিপুরদুয়ার-দশরথ তিরকে
রায়গঞ্জ-কানাইলাল অগ্রবাল
বালুরঘাট-অর্পিতা ঘোষ
মালদা দক্ষিণ-মোয়াজ্জেম হোসেন
মালদা উত্তর-মৌসম বেনজির নূর
বহরমপুর-অপূর্ব সরকার
মুর্শিদাবাদ-আবু তাহের
রানাঘাট-রূপালি বিশ্বাস
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
দমদম-সৌগত রায়
বসিরহাট-নুসরত জাহান
ডায়মন্ড হারবার-অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর-মিমি চক্রবর্তী
কলকাতা দক্ষিণ-মালা রায়
আরামবাগ-অপরূপা পোদ্দার
ঘাটাল- দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম-বীর বাহা সোরেন
মেদিনীপুর-মানস ভুইঞা
বাঁকুড়া-সুব্রত মুখোপাধ্যায়
আসানসোল-মুনমুন সেন
বোলপুর-অসিত মাল
বীরভূম-শতাব্দী রায়
বনগাঁ - মমতাবালা ঠাকুর
জলপাইগুড়ি -  বিজয়চন্দ্র বর্মন
ব্যারাকপুর- দীনেশ ত্রিবেদী
পুরুলিয়া-মৃগাঙ্ক মাহাতো
বারাসাত-কাকলি ঘোষ দস্তিদার
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর - সি এম জাটুয়া
কলকাতা উত্তর-সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
তমলুক-দিব্যেন্দু অধিকারী
কাঁথি-শিশির অধিকারী
বিষ্ণুপুর-শ্যামল সাঁতরা
বর্ধমান পূর্ব -- সুনীল কুমার মণ্ডল
বর্ধমান দুর্গাপুর - সঙ্ঘমিত্রা মুমতাজ
উলুবেড়িয়া - সাজদা আহমেদ
জঙ্গিপুর - খলিলুর রহমান
হুগলি - রত্না দে নাগ

প্রসঙ্গত, এবারের ভোটে লড়ছেন না সুগত বসু। লড়ছেন না মেদিনীপুরের  সাংসদ সন্ধ্যা রায়। লড়ছেন না ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন। লড়ছেন না বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি। উলুবেড়িয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ইদ্রিশ আলি। লড়ছেন না কলকাতা দক্ষিণের সাংসদ সুব্রত বক্সি।