প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের মানুষের উদ্দেশে সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ জ্বালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার পূর্ব-লাদাখের গালওয়ান সীমান্ত ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্তও উত্তপ্ত। মাঝেমধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দিচ্ছেন। পাকিস্তানের হামলায় কয়েকজন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। সেনার পোশাকে স্যালুট করছে লাদাখের খুদে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করল আইটিবিপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2020 10:16 PM (IST)
Hailing from the border villages in the Ladakh Chushul area, Nawang is a lower kindergarten student. | শিশুটির নাম নওয়াঙ্গ নামগিয়াল।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু এই বয়সেই সেনা জওয়ানদের মতো স্যালুট করা শিখে গিয়েছে ছেলেটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বাচ্চাটির সেই ভিডিও আজ নতুন করে আইটিবিপি-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে যে শিশুটিকে সেনার পোশাকে স্যালুট করতে দেখা যাচ্ছে, তার বাড়ি লাদাখের চুশুল অঞ্চলে। শিশুটির নাম নওয়াঙ্গ নামগিয়াল। পাঁচ বছরের ছেলেটি লোয়ার কিন্ডার গার্টেনের পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় তার স্যালুট করার ভিডিওটি জনপ্রিয় হয়েছে। এবার আইটিবিপি-র পক্ষ থেকেও শিশুটিকে সম্মান জানানো হল।