নয়াদিল্লি: আগামী মাসের ১ তারিখ থেকেই মহার্ঘ হচ্ছে বিমান যাত্রা। কেন্দ্র সরকারের অসামরিক পরিবহণ মন্ত্রক ঘরোয়া উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা ১৩ থেকে ১৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ১ জুন থেকে ৪০ মিনিট পর্যন্ত উড়ানের ক্ষেক্রে কমপক্ষে যাত্রীদের ২৬০০ টাকা ভাড়া গুণতে হবে। এর আগে সর্বনিম্ন এই সীমা ২৩০০ টাকা ছিল। এর অর্থ, গড় বিমান যাত্রার খরচ প্রায় ৩০০ টাকা বাড়ল।


সংবাদসংস্থা এএনআইএর-র খবর অনুসারে, বিমান যাত্রার ভাড়ায় এই বৃদ্ধি ১ জুন থেকেই কার্যকর হয়ে যাবে। যদিও কোভিড-১৯ অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন বিমান যাত্রীর সংখ্যা খুবই কমে গিয়েছে। এরফলে বিমান পরিবহণ কোম্পানিগুলিকে লোকসানের মুখে পড়তে হয়েছে বলে খবর। অসামরিক পরিবহণ মন্ত্রকের ঘোষণা অনুসারে, ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ভাড়ার নিম্নসীমা ২,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,৬০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, ১৩ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়ানের ভাড়ার সর্ব নিম্ন সীমা এখন থেকে ২,৯০০ টাকার পরিবর্তে ৩,৩০০ টাকা হয়েছে। এর আগে মার্চে ভাড়ায় পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছিল।


গত বছরের ২৫ মে দুই মাসের লকডাউনের পর বিমান পরিবহণ ফের শুরু হয়েছিল। ওই সময় বিমান ভাড়ার সর্ব নিম্ন ও সর্বোচ্চ সীমা চালু হয়েছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, এক্ষেত্রে ঊর্ধসীমা বাড়ানো হয়নি।


একইভাবে ৬০ থেকে ৯০ মিনিটের উড়ানে চার্জ হবে ৪,০০০ টাকা। ৯০ থেকে ১২০ মিনিটের ক্ষেত্রে ৪,৭০০ টাকা, ১৫০ থেকে ১৮০ মিনিটের উড়ানের ভাড়া হবে ৬,১০০, ১৮০ থেকে ২১০ মিনিটের ক্ষেত্রে তা হবে ৭,৪০০ টাকা।


কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে,  সারা দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যায় হঠাৎ বৃদ্ধির কারণে যাত্রী সংখ্যা কমেছে। সেইসঙ্গে যাত্রী পরিবহণের সীমা ৮০ শতাংশ থেকে কমে ৫০ শতাংশ হতে পারে।