হায়দরাবাদ: তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জয়ের আশা করছে শাসক তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ও বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘পিপলস ফ্রন্ট’ দু’পক্ষই। যদিও বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় টিআরএস-এর জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। শেষপর্যন্ত কী হয়, সেটা জানা যাবে মঙ্গলবার।
টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কে টি রামা রাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘অনেক সমীক্ষাতেই বলা হয়েছে, টিআরএস ক্ষমতায় আসবে। তবে আমাদের আশা, বুথ ফেরত সমীক্ষায় যা বলা হয়েছে, তার চেয়ে বেশি আসন পাবে টিআরএস। আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব। ১১৯টির মধ্যে আমরা ১০০টি আসন পাব। প্রচুর মানুষ ভোট দিতে এসেছিলেন। এতে ইঙ্গিত মিলেছে, টিআরএস-এর পক্ষে নিঃশব্দ বিপ্লব ও একতরফা রায় দিয়েছেন ভোটাররা। সরকারের পক্ষেই ভোট দিয়েছেন মানুষ। অনেকে আমাদের জানিয়েছেন, ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না। লোকসভা নির্বাচনের আগে এই ভুল সংশোধনের অনুরোধ জানাব নির্বাচন কমিশনের কাছে।’
‘পিপলস ফ্রন্ট’ নেতা তথা তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এন উত্তম কুমার রেড্ডি, টিডিপি-র তেলঙ্গানার সভাপতি এল রমন, সিপিআই নেতা চড়া বেঙ্কট রেড্ডি ও তেলঙ্গানা জন সমিতির নেতারা আবার তাঁদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। উত্তম কুমার বলেছেন, ‘বুথ ফেরত সমীক্ষায় কী বলা হয়েছে আমি জানি না। আমরা বলছি ৭৫ থেকে ৮০টি আসন পাব এবং সরকার গড়ব। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই স্ট্রংরুমে যেতে দেওয়া উচিত। কারণ, আমাদের আশঙ্কা, ইভিএম বদলে দেওয়া হতে পারে বা কারচুপি করা হতে পারে।’
তেলঙ্গানায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিআরএস-কংগ্রেস নেতৃত্বাধীন জোট দু’পক্ষই
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2018 04:49 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -