সুরাত:  সুরাতে একটি দোকানের রেজিস্ট্রির সময় ব্যবহৃত হল আড়াই কিলো রুপো, ১০ গ্রাম সোনা এবং নকল হীরে। তবে সুরাতের ব্যবসায়ীরা এর আগেও শিরোনামে এসেছেন। এর আগে সেখানকারই এক সংস্থার মালিক দিওয়ালিতে তাঁর কর্মীদের উপহার হিসেবে বাড়ি-গাড়ি দিয়ে সারা দেশের নজর কেড়েছিলেন।

হীরের শহর হিসেবে পরিচিত সুরাতের এই দোকানের রেজিস্ট্রেশন নতুন বিশ্ব রেকর্ড তৈরি করল। রীতা রাজেন্দ্র কুমারের নামের সেই দোকানের রেজিস্ট্রেশনে দু কিলো ৬০০ গ্রাম রুপো, প্রায় ১০ গ্রাম মতো সোনা এবং বেশ কিছু পরিমাণ নকল হীরে ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্রেশন যে আইনজীবী করিয়েছেন, তাঁর দাবি, দেশে এই প্রথম এধরনের রেজিস্ট্রেশন হল।