লখনউ: ২ কাশ্মীরি ফল বিক্রেতার ওপর চড়াও হয়ে তাঁদের মারধর করার অভিযোগ উঠল গেরুয়া-বসনধারী একদল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের লখনউয়ের দালিগঞ্জে। খবরে প্রকাশ, বুধবার সন্ধ্যেবেলা ওই ২ কাশ্মীরি যুবক যখন ফল বেচছিলেন, তখন একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, কয়েকজন গেরুয়া-বসন পরা কয়েকজন ব্যক্তি ওই যুবকদের ওপর হামলা চালাচ্ছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় ব্যক্তিরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই ২ যুবককে উদ্ধার করে। পুলিশে খবর দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক জানান, এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে, ফুটেজ খতিয়ে দেখে প্রধান অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। বজরঞ্জ সোনকর নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের দাবি, তিনি বিশ্ব হিন্দু দলের সভাপতি।
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি, বিশেষ করে কাশ্মীরি পড়ুয়াদের ওপর হামলার খবর মিলেছে। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, এধরনের হামলা হলে আখেরে জম্মু ও কাশ্মীরে ভারত নামক ধারনাটি মার হবে। বলেন, একদিকে দেশের বিভিন্ন প্রান্তে আরএসএস বজরং দল কাশ্মীরিদের রাস্তায় ফেলে মারছে। অন্যদিকে, মুখে কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই নীতি চলবে না।