লোহারদাগা (ঝাড়খন্ড): ঝাড়খন্ডের লোহারদাগা জেলায় ১১ জন গ্রেফতার দুটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে।
ডেপুটি পুলিশ সুপার আশীষ কুমার মাহলি জানিয়েছেন, গত ১৬ আগস্ট মেয়েদুটি প্রতিবেশীদের সঙ্গে মোটরসাইকেলে চেপে হিরহি হারা তোলি এলাকায় যাচ্ছিল। হিরহি রেল ব্রিজের কাছে মোটরসাইকেলটি বিগড়ে গেলে একটি মেয়ে তার এক বন্ধুকে সাহায্য চেয়ে ফোন করে। কিন্তু সে নিজে না এসে তার ১১ জন বন্ধুকে পাঠায়। তারা সঙ্গের প্রতিবেশীদের মারধর করে তাড়িয়ে দিয়ে মেয়েদুটিকে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে চলে দুটি মেয়েকে গণধর্ষণ। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে। তারা নিগৃহীতাদের মোবাইল ফোনও কেড়ে নেয় বলে অভিযোগ।
মেয়েদুটির বয়ানের ভিত্তিতে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার প্রিয়দর্শী অলোকের নির্দেশে তদন্তের জন্য তৈরি হয় টাস্ক ফোর্স। হিরনি হারা তোলি এলাকায় তারা অভিযান চালিয়ে ১১ জনকে পাকড়াও করে। তাদের একজনের বাড়ি থেকে উদ্ধার হয় মোবাইলও।
ঝাড়খন্ডে ২ নাবালিকাকে ধর্ষণ ১১ জনের, গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2018 12:57 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -