এবার দেখে নেওয়া যাক, ‘বাল আধার’-এর জন্য কীভাবে আবেদন করতে হবে-
- প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://www.uidai.gov.in বা https://resident.uidai.gov.in-এ গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর শিশুটির নাম, বাবা-মার ফোন নম্বর, ই-মেল আইডি দিতে হবে।
- ব্যক্তিগত তথ্য দেওয়ার পর বাড়ির ঠিকানা, অঞ্চল, জেলা, রাজ্য, পিন কোড দিতে হবে।
- এরপর আধার কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করার দিন স্থির করতে হবে।
- বাড়ির কাছের কোনও আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে যাওয়া যেতে পারে।
- আধার কেন্দ্রে যাওয়ার সময় ফর্মে উল্লেখ করা তথ্য অনুযায়ী যাবতীয় নথি নিয়ে যেতে হবে। বাবা বা মা, যে কোনও একজনের আধার কার্ডও নিয়ে যেতে হবে।
আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে যাবতীয় কর্মকাণ্ড মেটানোর পর ৬০ দিনের মধ্যে ‘বাল আধার’ পাওয়া যাবে। শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এই আধার বৈধ থাকবে।