করুণাময় সিংহ
মালদা: একজন কাকা, অন্যজন জেঠিমা। যাঁদের আদরে কাটার কথা তার শৈশব, অভিযোগ- তাঁদের হাতেই শেষ তার জীবন। মাত্র ৩০ হাজার টাকার জন্য শিশু খুনের অভিযোগ ঘনিষ্ঠ দুই আত্মীয়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী মালদার মানিকচকের নাজিরপুর বেগমগঞ্জ গ্রাম।
শিশুটির মায়ের অভিযোগ, মাস কয়েক আগে ৩০ হাজার টাকায় একটি সোনার গয়না বিক্রি করা নিয়ে তাঁর স্বামীর সঙ্গে দুই ভাইয়ের বিবাদের শুরু হয়। শিশুটির জেঠা ও কাকা টাকার ভাগ দাবি করলে শুরু হয় অশান্তি। তার জেরেই শিশুটিকে খুন করা হয়।
কীভাবে ঘটল এই ঘটনা? পরিবারের দাবি, সোমবার ছেলেকে ঘুম পাড়িয়ে জমিতে কাজ করতে যান মা। ফিরে এসে দেখেন, নড়াচড়া করছে না ছেলে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কাকা ও জেঠিমাই শ্বাসরোধ করে শিশুটিকে খুন করেছেন বলে অভিযোগ।
কলকাতা থেকে জেলা। বারবার সামনে এসেছে প্রিয়জনের হাতে শিশু খুনের অভিযোগ। সম্প্রতি বেলেঘাটায় মায়ের হাতে দু’মাসের শিশুকন্যার খুনের ঘটনা চমকে দিয়েছে সবাইকে। এবার মালদার মানিকচকে প্রিয়জনদের হাতে খুন ২ বছরের শিশু। এই ঘটনায় দুই আত্মীয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এমন ফুলের মতো শিশুকে খুন করতে হাত কাঁপল না কেন?
কীভাবে এমন নৃশংস হতে পারেন প্রিয়জনেরা? এই প্রশ্ন উঠছে।
মালদায় ৩০ হাজার টাকার জন্য কাকা ও জেঠিমার বিরুদ্ধে শিশুকে খুনের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2020 07:31 PM (IST)
শিশুটির মায়ের অভিযোগ, মাস কয়েক আগে ৩০ হাজার টাকায় একটি সোনার গয়না বিক্রি করা নিয়ে তাঁর স্বামীর সঙ্গে দুই ভাইয়ের বিবাদের শুরু হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -