নয়াদিল্লি: সাংসদ হিসেবে মেয়াদ থাকাকালীন প্রথম ব্যক্তি হিসেবে টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০১৬ সালের জুলাইয়ে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট হন হিমাচল প্রদেশের হামিরপুরের চারবারের সাংসদ অনুরাগ। সেই সময় সেনাপ্রধান ছিলেন দলবীর সিংহ সুহাগ। এবার ১২৪ শিখ রেজিমেন্টের ক্যাপ্টেন হলেন অনুরাগ।


এই সম্মান পাওয়ার পর অনুরাগ বলেছেন, ‘ক্যাপ্টেন পদ পাওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি মানুষের জন্য কাজ করে যাব এবং ভারতমাতার জন্য কর্তব্য করে যাব।’



অনুরাগ আরও বলেছেন, ‘আমি দেবভূমি হিমাচল থেকে এসেছি। আমার রাজ্যের মানুষের সশস্ত্রবাহিনীর হয়ে কাজ করার সুদীর্ঘ ইতিহাস আছে। আমার ঠাকুর্দা এবং ঠাকুর্দার বাবাও সেনাবাহিনীতে ছিলাম। আমি পূর্বপুরুষদের ঐতিহ্য বহন করতে পারব ভেবে ভাল লাগছে। এই ইউনিফর্ম পরতে পেরে আমি সম্মানিত। সাংসদ হিসেবে সমাজের জন্য কাজ করা সম্মানের বিষয়। আমি দেশের জন্যও কাজ করতে তৈরি। টেরিটোরিয়াল আর্মিতে আমার রেজিমেন্টের জন্য কাজ করার ডাক পেলেই আমি তৈরি।’


চণ্ডীগড়ে এসএসবি পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ দিয়ে তবেই টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার সুযোগ পান অনুরাগ। তাঁকে ভোপালে দু’সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে হয়।


মন্ত্রিসভার সতীর্থ টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন হওয়ায় ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লিখেছেন, ‘পদোন্নতির জন্য ক্যাপ্টেন অনুরাগ সিংহকে অভিনন্দন। জয় হিন্দ।’